অর্থলোভ ও অসৎ পথ বেছে নিয়ে ধনী হওয়ার লোভে জড়িয়ে পড়া জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে থ্রিলার নাটক ‘টাকা’।
তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটি দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।
নাটকটির চিত্রগ্রাহক ছিলেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনা করেছেন সাইদ নাফিস। এছাড়া শিল্প নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান সুমন এবং রূপটান শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।

