লেভারকুসেনের বিপক্ষে জয়, ফাইনালে এক পা রোমার

0

ইউরোপা লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে রোমা। ইনজুরির কারণে মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই এদিন নেমেছিল ইতালিয়ান ক্লাবটি। তবুও খেলার ধরনে আগ্রাসী ছিল তারা। অন্যদিকে বল পজেশনে এগিয়ে থাকলেও গোলমুখে অনেকটাই নিষ্প্রভ ছিল লেভারকুসেন।  

রোমার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন একাডেমি থেকে উঠে আসা এদোয়ার্দো বোভ। ৬৩ মিনিটে ট্যামি আব্রাহামের শট লেভারকুসেন গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জালের ঠিকানা খুঁজে নিতে কোনো ভুল করেননি বোভ। এরপর আর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি লেভারকুসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here