করোনায় লেবুর উপকারিতা দেখে লেবু চাষে আগ্রহী হন ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের লধাবাড়ি গ্রামের আমিনুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক। লেবু বাগান করে বর্তমানে সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন অনেক বেকার যুবকের। সিদ্দিকের লেবু বাগান করে সফল হওয়ায় সাড়া ফেলেছে জেলাজুড়ে।
সারেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের লধাবাড়ি গ্রামের আমিনুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক। পড়াশুনা শেষ করে একবছর আগে ময়মনসিংহ ও রাজশাহী থেকে লেবু গাছে এনে নিজের ৪৫০শতক জমিতে লাগান। বাগানটি করতে তার খরচ হয় প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা। অল্প কিছুদিনের মাথায় লেবুর ভালো ফলন হওয়া বেশি লাভবান হয়ে ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রি করেন এই উদ্যোক্তা। একদিকে যেমন নিজে হচ্ছে লাভবান অপরদিকে তার এই লেবুর বাগানে কাজ করে অনেকের ঘরে ফিরেছে স্বচ্ছলতা। তার এই বাগানে বাগান পরিচর্যা, লেবু সংগ্রহ করেন ৭-৮ জন নারী পুরুষ। সিদ্দিকের লেবু বাগান করে সফল হওয়ায় সাড়া ফেলেছে জেলাজুড়ে।