লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, হামাস নেতা সালেহ আল-আরুরিকে হত্যার উদ্দেশ্য লেবাননকে গাজা যুদ্ধের গভীরে টেনে আনা।
খবরে বলা হয়েছে, প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধের সময় ইসরায়েল ইরান সমর্থিত হামাসের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গোলাবর্ষণ করে আসছে।
কার্নেগি মিডল ইস্ট সেন্টারের মাহা ইয়াহিয়া বলেন, আল-আরুরির হত্যাকাণ্ড ‘উত্তেজনার একটি উল্লেখযোগ্য বৃদ্ধি’।
ইয়াহিয়া বলেন, আমি মনে করি না যে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় হিজবুল্লাহ এই নির্দিষ্ট মুহুর্তে লেবাননকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে ইচ্ছুক হবে।
ইসরায়েল হামাসের গাজার নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘মৃত ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেছে এবং অন্যান্য কমান্ডারদের হত্যা করার অঙ্গীকার করেছে।