লেবাননে ব্যাপক হামলা হলে তা হবে নেতানিয়াহুর শেষ দিন : ইরান

0

ইরানের পরররাষ্ট্রমন্ত্রী আমিরা আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান কখনোই এ অঞ্চলে যুদ্ধ চায়নি।

শনিবার বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিবের পাশে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ও লেবানন নিশ্চিত করেছে যে, যুদ্ধ কোনো সমাধান নয় এবং আমরা কখনোই যুদ্ধ সম্প্রসারণের চেষ্টা করিনি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে ইসরায়েলের যে কোনো ব্যাপক হামলা হবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘শেষ দিন’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের একমাত্র উপায় হলো রাজনৈতিক সমাধান এবং তেহরান এই ইস্যুতে রিয়াদের সাথে আলোচনা করছে।

তিনি বলেন, গাজার যুদ্ধে বিজয়ী হচ্ছে প্রতিরোধ ও ফিলিস্তিনি জনগণ, আর পরাজিত হচ্ছে নেতানিয়াহু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here