লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল

0
লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ড্রোন একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে একজন নিহত হয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইহুদিবাদী দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে। জায়নবাদী শাসনের এই নতুন ড্রোন হামলাটি দক্ষিণ লেবানের আইন বাল শহরকে লক্ষ্য করে পরিচালিত হয়। আইন বাল ও আল-বাজুরিয়া শহরের মধ্যবর্তী সড়কে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আল-মায়াদিন জানিয়েছে, এই হামলায় একজন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন।

তবে ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। 

এদিকে, ইয়েমেনে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জন। দেশটির রাজধানী সানা লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়াও আল-জওয়াফ প্রদেশেও হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here