লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

0

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার হামলার ঘটনাটি ঘটে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানায়, দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়োহমোর আল-শাকিফে একটি গাড়িতে ইসরাইলি শত্রুর হামলায় তিনজন নিহত হয়েছেন।’

ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,‘ইয়োহমোর আল-শাকিফে একটি গাড়িতে ইসরাইলি শত্রুর হামলায় তিনজন নিহত হয়েছেন।’

এনএনএ আরো জানায়, একটি ‘শত্রু ড্রোন’ শহরের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। একই সময়ে একটি কামান নিক্ষেপ করেও হামলা চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here