লেন্সকে উড়িয়ে দিলো আর্সেনাল

0

ড্র হলে শেষ ষোলো নিশ্চিত, জিতলে গ্রুপ সেরা- এমন সমীকরণ নিয়ে মাঠে নামে আর্সেনাল। আর দ্বিতীয় সমীকরণ মেলাতেই আর্সেনালের তাণ্ডবে স্রেফ ভেসে গেছে ফরাসি ক্লাব লেন্স। ৬-০ গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পা রাখলো মিকেল আর্তেতার দল। 

বুধবার (২৯ নভেম্বর) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের গোল উৎসব শুরু হয় ম্যাচের ত্রয়োদশ মিনিটে। গোলমুখ বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন কাই হাভার্টজ। তার পথ ধরে ২১তম মিনিট ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। পরের ছয় মিনিটে লেন্সের উপর দিয়ে স্রেফ ঝড় বইয়ে দেয় আর্সেনাল। বুকায়ো সাকা ও মার্তিনেল্লি দুই বার লেন্সের জালে বল জড়ালে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা সময়ে সংখ্যাটা পাঁচে নিয়ে যায় মার্টিন ওডেগোর। তাতে ৫-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ‘গানার্স’রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here