লেগানেসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেমিতে রিয়াল

0

শেষ মুহূর্তের গোলের লেগানেসকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

হালকা চোটের কারণে এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে।

ম্যাচের ১৮তম মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাকিটা সারেন তিনি।

৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। তারই শট বক্সে রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এক সতীর্থকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এই স্প্যানিশ উইঙ্গারের শট রিয়ালের ডিফেন্ডার ফেরলদ মদিঁর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। 

তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট গোলরক্ষক ঠেকানোর পর উড়িয়ে মারেন দানি সেবাইয়োস। এরপর শেষ মুহূর্তে গার্সিয়ার ওই গোলে জয়োল্লাসে মাতে রিয়াল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here