বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে রাশিয়া। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর সমালোচনা করেছেন। বাইডেনের সমালোচনার কড়া জবাব দিয়েছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিরাপত্তা নিশ্চিন্তে প্রয়োজনে এটা রাশিয়া ও বেলারুশের সার্বভৌম সিদ্ধান্ত। এ নিয়ে ওয়াশিংটনের মাথা ঘামানোর কোনো দরকার নেই।’ ‘আমরা যে পদক্ষেপ নিয়েছি তা আন্তর্জাতিকভাবে বৈধ।’
রাশিয়ার এই ঘোষণার প্রতিক্রিয়ায় বাইডেন বলেছিলেন, এটা পুরোপুরি নেতিবাচক। তবে রাশিয়া বলছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অহেতুক লেকচার দেওয়ার কিছু নাই।
সূত্র: আল জাজিরা