বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। লুটপাট করে বিগত স্বৈরশাসক দেশটাকে ধ্বংস করে গেছে। এখন বিদেশে বসেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশকে রক্ষার জন্য দেশের যুবকদের এগিয়ে আসতে হবে।
বুধবার শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় মান্দারতলা ও পুবপাড়া গ্রামে ইফতার পার্টি ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান আশা। সভায় আরো বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, জিয়াউর রহমান জিয়া, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন টিপু প্রমুখ।