২০১৩ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত সুপারহিট সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এর ‘লুঙ্গি ড্যান্স’ গানের সিক্রেট ফাঁস করেছেন গানটির গায়ক হানি সিং। তিনি জানিয়েছেন, এই গান নাকি শুরুতে মনেই ধরেনি শাহরুখের। কিন্তু নিজের ক্রিয়েশন নিয়ে পুরোদস্তুর কনফিডেন্ট ছিলেন হানি, তাই তো শাহরুখকে পালটা ‘হুমকি’ দিতেও ছাড়েননি গায়ক।
ব়্যাপার হানি সিং জানান, ‘আংরেজি বিট’ গানটি খুব পছন্দ ছিল শাহরুখের। ওই ধাঁচেরই কোন গান ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে চেয়েছিলেন বাদশা। হানি সিং এক সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখ ‘আংরেজি বিট’ শুনে আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন এই টাইপেরই আরেকটা গান বানাতে। আমি বলেছিলাম না, আমাকে আগে বলুন আপনার ছবিটা কোন ধরনের। উনি ৩ ঘণ্টা ধরে আমাকে ‘চেন্নাই এক্সপ্রেস’র কাহিনি শুনিয়েছিলেন।
ছবির একদম শেষে দেখা মেলে এই গানের। এন্ড ক্রেডিটের এই গানে শাহরুখ-দীপিকার সঙ্গে দেখা মিলেছিল হানি সিং-এরও। বরাবরই শাহরুখ ভক্ত হানি সিং। একবার বন্ধু আলফাজকে শাহরুখের ছবির পোস্টার দেখিয়ে হানি বলেছিলেন, ‘একদিন এই লোকটা আমাকে নিজের বাড়িতে ডাকবে’। তার কথা যখন ফলে যায়, তখন গর্বে বুক ফুলেছিল গায়কের।
একটা সময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন ইয়ো ইয়ো হানি সিং। এরপর মানসিক অবসাদ, মাদকাসক্তির জেরে নিজের সিংহাসন হারিয়ে বসেন ‘লুঙ্গি ড্যান্স’ খ্যাত এই ব়্যাপার। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে অনেক দূরে রিহ্যাব সেন্টারে দিন কেটেছে হানির।
গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কঠিন লড়াই চালিয়েছেন গায়ক। বাইপোলার ডিজওর্ডারের শিকার হয়ে পড়েছিলেন হানি। দীর্ঘ লড়াই শেষে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন হানি সিং। মানসিক অবসাদের সঙ্গে লড়াইয়ের সময় বলিউড ইন্ডাস্ট্রির যে ক’জন হাতে গোনা ব্যক্তি নিয়মিত হানির খোঁজখবর নিতেন, তার অন্যতম শাহরুখ খান। সূত্র : হিন্দুস্তান টাইমস।