চলতি মৌসুমে লিভারপুলের রক্ষণে সবচেয়ে বড় ভরসা হয়ে ছিলেন ট্রেন্ট আলেকজেন্ডার-আনর্ল্ড। তবে ইনজুরির ধাক্কায় লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন তিনি।
আলেকজেন্ডার-আনর্ল্ডের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন লিভারপুলের সহকারী কোচ পেপ লেন্ডার্স। মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি জানিয়েছেন, হাঁটুর চোটে ভুগছেন আলেকজেন্ডার-আনর্ল্ড। সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের।
সামনেই লিভারপুলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে আজ ফুলহ্যামের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের দলটি। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২১ জানুয়ারি খেলবে লিভারপুল। তিন দিন পর ফুলহ্যামের বিপক্ষে শেষ চারের ফিরতি লেগে লড়বে তারা।
চলতি মাসেই লিভারপুলের আরও দুটি ম্যাচ আছে। ২৭ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডে নরিচ সিটি কিংবা ব্রিস্টল রোভার্সের মুখোমুখি হবে জার্গেন ক্লপের দল। ৩১ জানুয়ারি চেলসির বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচেগুলোতে নিশ্চিতভাবেই আনর্ল্ডকে পাবে না তারা।