লিভারপুলে যোগ দিলেন মাক আলিস্তার

0

ব্রাইটন থেকে লিভারপুলে যোগ দিলেন আলেক্সিস মাক আলিস্তার। ২৪ বছর বয়সী আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লিভারপুল

আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বলেন, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো এবং আমার তর সইছে না। প্রাক মৌসুমের প্রথম দিন থেকেই আমি দলে যোগ দিতে চেয়েছিলাম। তাই এটা ভালো যে সবকিছু সম্পন্ন হয়েছে। সতীর্থদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি আমি।

সদ্য শেষ হওয়া মৌসুমে ব্রাইটনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলেন মাক আলিস্তার। ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৩টি। সব মিলিয়ে ক্লাবটির হয়ে ১১২ ম্যাচ খেলে তিনি গোল করেন ২০টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here