প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-০ গোলে জিতেছে লিভারপুল।
ম্যাচ জুড়ে আক্রমণের সুনামি তোলে লিভারপুল। আর তার তোড়ে ভেসে গেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। বিশাল জয়ে বছর শেষ করার পাশাপাশি লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেল আর্না স্লটের দল।
লুইস দিয়াজ দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান কোডি হাকপো ও মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও বদলি নামা দিয়োগো জটা।
১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট।