লিভারপুলের গোলবন্যা, সালাহর রেকর্ড

0

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগেও এসি স্পার্টা প্রাগকে গোলবন্যায় ভাসিয়েছে লিভারপুল। বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে তারা ৬-১ গোলে হারিয়েছে চেক রিপাবলিকের ক্লাবটিকে। প্রথম লেগ তারা জিতেছিল ৫-১ গোলে। দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি।

এদিন ঘরের মাঠে ১৪ মিনিটের মধ্যে ৪ গোল করে লিভারপুল। সপ্তম মিনিটে দারউইন নুনেজ, অষ্টম মিনিটে ববি ক্লার্ক, দশম মিনিটে মোহাম্মদ সালাহ ও চতুর্দশ মিনিটে কোডি গাকপো গোল করেন।

৪ গোলে পিছিয়ে পড়া প্রাগ ৪২ মিনিটে একটি গোল শোধ দেয়। ভেলজকো বিরমানসেভিচ গোলটি করেন। তাতে ৪-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় প্রাগ।

বিরতির পর ৪৮ মিনিটে ডমিনিক সোজবোসলাই গোল করে ব্যবধান ৫-১ করে ফেলেন। ৫৫ মিনিটে গাকপোর গোলে ব্যবধান হয় ৬-১। অবশ্য বাকি সময়ে কোনো গোল হয়নি। তাতে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের বড় জয়ে শেষ আট নিশ্চিত লিভারপুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here