লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়াল

0

লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহর ও এর আশপাশের এলাকা প্লাবিত করা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।  এ তথ্য জানিয়েছেন রাজধানী ত্রিপোলির ঐক্যমত্যের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি সাদেদ্দিন আবুল ওয়াকিল। যদিও দেরনা শহরটি লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ সরকারের অধীনে রয়েছে।

এদিকে দেরনার মেয়র আব্দুলমেনাম আল-গাইসি সৌদি আরবের আল-আরাবিয়া টিভিকে বলেছেন, শহরের যতগুলো এলাকা বন্যায় বিধ্বস্ত হয়েছে তার ভিত্তিতে ধারনা করা হচ্ছে, ১৮ হাজার থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত রবিবার ভূমধ্যসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে দেরনা শহরে আকস্মিক বন্যা দেখা দেয়।

এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে যাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা কম। জাতিসংঘের অভিভাসন বিষয়ক সংস্থা বলেছে, বন্যার ফলে ৩০ হাজার এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণ অভ্যুত্থানের জের ধরে তৎকালীন মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতন ঘটে। এরপর বেশ কয়েক বছর ধরে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। বর্তমানে রাজধানী ত্রিপোলি-ভিত্তিক দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী সরকারকে আন্তর্জাতিক সমাজ স্বীকৃতি দিলেও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী এনএলএ সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here