লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক

0
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক

মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবক জীবন ঢালী (২২) লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন। নিহত জীবন ঢালী স্থানীয় বাসিন্দা কালাম ঢালীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমান জীবন ঢালী। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং ইউরোপে যাওয়ার স্বপ্নেই তিনি এই পথ বেছে নেন। তবে বুধবার রাতে লিবিয়ায় মাফিয়াদের গুলিতে তিনি প্রাণ হারান। লিবিয়ায় থাকা সহযাত্রীরা বিষয়টি ফোন করে পরিবারকে নিশ্চিত করেছেন।

হঠাৎ মৃত্যুর এ খবরে এলাকায় শোক নেমে এসেছে। স্থানীয়রা জানান, দালালদের প্রতারণায় দেশের অনেক যুবক এভাবে প্রাণ হারাচ্ছেন। তারা নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদানের দাবি জানান।

নিহতের পরিবার জানায়, জীবন ছিলেন পরিবারের একমাত্র ভরসা। তার মৃত্যুর খবর শুনে মা-বাবা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। শোকে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি আদিল হোসেন) বলেন, “লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার বহু যুবক দালালচক্রের খপ্পরে পড়ে প্রাণ দিচ্ছেন। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here