কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলের ছয়জন ধারণক্ষমতাসম্পন্ন লিফটে বরসহ ১০ জন উঠে আটকা পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছে দেয়াল ভেঙে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ জানান, বিকেল পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামতে গিয়ে ছয়জন ধারণক্ষমতার লিফটটিতে ১০ জন ওঠেন। এতে লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায় এবং দরজা বন্ধ হয়ে থাকে। সেই লিফটে বরসহ ১০ বরযাত্রী আটকা পড়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
তিনি জানান, কিন্তু লিফটি উন্নত প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তসীমায় গিয়ে থেমে পড়ে। এতে লিফটে আটকে পড়া লোকজন শারীরিকভাবে কোনো আঘাতপ্রাপ্তও হননি। সেখান থেকেই তারা লিফটের ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
জানা গেছে, বরপক্ষের লোকজনের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বরসহ তারা ওই হোটেলে উঠে রাতযাপন করেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানায় অবস্থিত শহীদী মসজিদে বিয়ে সম্পন্ন হয়। অন্য একটি রেস্টুরেন্টে তাদের মধ্যাহ্নভোজের স্থান নির্ধারিত ছিল। সেখানে যাওয়ার আগে তারা আবাসিক হোটেলটিতে ফেরেন।
এরপর মধ্যাহ্নভোজের জন্য তারা হোটেল থেকে নামার জন্য ছয়জনের ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠে পড়েন। এতেই ঘটে বিপত্তি।

