কোমরের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে বারবার কোমর নিয়ে কসরত করতে দেখা গেছে অনুশীলনে। গতকাল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মৃদু চোট পান দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখও। যদিও টিম ম্যানেজম্যান্ট সূত্র নিশ্চিত করেছে এ দুজনের চোট অতটা গুরতর নয়।
নেটে ব্যাটিংয়ের সময় একটি বল আঘাত করে নাঈমের হাঁটুর একটু উপরে। আর লিটন আঘাত পান থ্রো-ডাউন স্পেশালিস্টের বিপক্ষে ব্যাটিংয়ের সময়। একটি বল লিটনের ডানহাতে আঘাত করে। লিটন আঘাত পেলে তাকে পর্যবেক্ষণ করেন জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। এই আঘাতের পর লিটন আর ব্যাটিংয়ে নামেননি।