এবারের বিপিএলের শুরুতে অধারাবাহিক ছিলেন লিটন দাস। তবে মাঝপথে সেঞ্চুরিতে রানের আভাস দেন তিনি। এবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও পেলেন ফিফটি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ গড়েছে ঢাকা ক্যাপিটালস।
সোমবার (২০ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে ঢাকা।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ঢাকা ক্যাপিটালস তানজিদ তামিম ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায়। ২৮ রান যোগ করা এই জুটি চতুর্থ ওভারে ভাঙে তানজিদ তামিমের বিদায়ে। ১৬ বলে ১ চার ও ২ ছয়ে ২২ রান করে এই বাঁহাতি টিপু সুলতানের শিকারে পরিণত হন।
লিটনের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে ঢাকা। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই জেপি কোতজে বিদায় নেন। সামিউল্লাহ শেনওয়ারি তাকে ৯ রানে ফেরান। মোসাদ্দেকও সুযোগ কাজে লাগাতে পারেননি। ৭ বলে ৪ রান করে শেনওয়ারির বলেই আউট হন তিনি। চতুর্থ উইকেট জুটিতে ৩৮ বলে ৪২ রান যোগ করেন লিটন-সাব্বির জুটি। ২১ বলে ২ ছয়ে ২৪ রান করে সাব্বির বিদায় নেন।
এরপর থিসারা পেরেরার সঙ্গে দারুণ এক জুটি গড়েন লিটন। ঝড়ের বেগে রান আসতে থাকে। ২১ বলে ৮১ রান যোগ করেন তারা। লিটন পান অর্ধশতকের দেখা। রুয়েল মিয়ার ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪৮ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭০ রান করেন লিটন।