কোথাও ছিলেন না এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও ৩২ জনের ক্যাম্পে জায়গা পাননি। পরে তাকে রাখা হয়নি রিজার্ভ কিংবা আলাদাভাবে করা ক্যাম্পেও। অনেকটা আচমকাই এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেয়ে গেছেন তিনি।
জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটনের। তার বদলি হিসেবে এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে। নির্বাচকদের হিসাবের বাইরে থেকেও লিটনের বিকল্প কেন এনামুল, এমন প্রশ্ন উঠেছে। তবে সেই প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব বলেন, ‘আমাদের আরেকজন বাড়তি উইকেটকিপার নেই, এটা একটা ব্যাপার। লিটন টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে। যদি খেলার মধ্যে মুশফিক ভাইয়ের কোনো সমস্যা হয়, কনকাশন বা ছোটখাট চোটে পড়তে পারেন, দেখা গেল সেদিন তিনি কিপিং করতে পারছেন না। যেহেতু নিয়ম আছে দ্বিতীয় উইকেটকিপার ম্যাচে না খেললেও কিপিং করতে পারবে। সে জন্যই বিজয়কে নেওয়া।’