টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার লড়াইয়ে লিটন এগিয়ে থাকবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বললেন, ‘নেতৃত্বের সামর্থ্যের সঙ্গে ব্যাটিং ফর্মের সম্পর্ক নেই।’
ক্রিকেটীয় মেধা, নেতৃত্বের সামর্থ্যের মতো ব্যাপারগুলোর সঙ্গে ব্যাটিং ফর্মের সম্পর্ক দেখেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার লড়াইয়ে তাই অভিজ্ঞ এই ব্যাটসম্যানকেই এগিয়ে রাখছেন তিনি। লিটনের ফর্মহীনতা নিয়ে দুর্ভাবনার কারণও দেখছেন না বোর্ড প্রধান। গ্রেট ব্যাটসম্যানদের উদাহরণ দিয়ে তার আশা, স্টাইলিশ এই ব্যাটসম্যান ফর্মে ফিরবেন দ্রুতই।
টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে কি লিটন আছেন? এমন প্রশ্নে ফারুক বলেন, ‘টি-টোয়েন্টিতে শান্ত স্বাচ্ছন্দ্যবোধ করছে না। সেই ব্যাপারে আমরা আরেকজন অধিনায়ক চিন্তা করেছি। যদিও টি-টোয়েন্টি এখনও বেশ দূরে আছে। আরও প্রায় ছয় মাস পর মনে হয়। এই মুহূর্তের ইস্যু না আর কী এটা।’
‘আমি সবসময় মনে করি যে ক্রিকেটীয় মগজ, মেধা, অধিনায়কত্বের সক্ষমতার সঙ্গে ফর্মের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে এটা একটা ব্যাপার। একজন ব্যাটারের আউট অব ফর্ম হবে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, রোহিত শর্মাও যেরকম খেলোয়াড় রান করতে পারছে না।’
‘লিটনের সেরা পার্টটা ছিল এই ট্যুরে, যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের ওদের সঙ্গেও কথা বলেছিলাম; আমি মনে করেছিলাম অনেক সময় খেলোয়াড়কে দুইভাবে সাহায্য করা যায়। যেহেতু রান করছে না ওয়ানডেতে, যদি ওকে অধিনায়কত্ব দিয়ে বাড়তি (দায়িত্বে রাখি) ফর্মে ফিরে আসতে পারে।’
ফারুক আরও বলেন, ‘ফর্মে ফিরে না এলেও সে খুব ভালো অধিনায়কত্ব করেছে। এটা একটা বিরাট গুণ অধিনায়কের ব্যক্তিগত পারফরম্যান্স যদি এফেক্ট না করে। আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শিগগিরই। তারপর আমরা যখন টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাপারে আলোচনা হবে, সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অধিনায়ক হিসেবে।’