লিটনদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান

0
লিটনদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান

মোস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ ক্রিকেট সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এসজি আপাতত বাংলাদেশের কয়েকজন নামকরা ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি নবায়ন স্থগিত রেখেছে।

এই তালিকায় রয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লিটন ও মুমিনুলের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চলছিল। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়নের কারণে পুরো প্রক্রিয়াটি ধীরগতিতে এগোচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ (এসএস) চার থেকে পাঁচজন শীর্ষ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের স্পনসরশিপ চুক্তি বাতিল করে দেয়। যদিও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

গত ছয় মাস ধরে বাংলাদেশে এসজির ক্রিকেট সরঞ্জাম সরবরাহও বন্ধ রয়েছে। একই সঙ্গে একসময় বাংলাদেশের কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম যা এসজি ও অন্যান্য ভারতীয় প্রতিষ্ঠানে রপ্তানি হতো, সেই সরবরাহ ব্যবস্থাও প্রায় এক বছর ধরে অচল হয়ে আছে।

আইপিএলকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিলে পরিস্থিতি আরও জটিল হয়। 

এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসির কাছে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানায়। বিসিবি এ বিষয়ে দু’বার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলেও আইসিসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here