লিটনকে নিয়ে দুশ্চিন্তা!

0

তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ড এখন আর অপরাজেয় রইল না। দেশটির টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটের সব দুর্গে লাল-সবুজ পতাকা উড়ছে এখন। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার পতাকা উড়িয়েছিল বাংলাদেশ। এবার চলমান সিরিজে উড়াল ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে। পাঁচ দিন আগে নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে ওয়ানডেতে জিতেছে। টানা ১৮ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। এবার টানা ৯ টি-২০ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পেল। 

ঐতিহাসিক এই জয়ের দিনে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন লিটন দাস। তবে এর সঙ্গে ইনজুরির দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে ডানহাতি এই ওপেনারের।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ে লিটনের পায়ে ব্যান্ডেজ এবং খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখা গেছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। আর এমনটা হলে টাইগার শিবিরের জন্য দুঃসংবাদই বটে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে এখনও কিছুই জানায়নি। জানা গেছে, লিটনের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে খেলতে নামবে শান্ত বাহিনী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here