লিগ চ্যাম্পিয়নশিপে দল কিনলেন মদরিচ

0

রিয়াল মাদ্রিদে কিংবদন্তির মর্যাদা পাওয়া লুকা মদরিচ ফুটবলকে এখনও বিদায় বলেননি। তবে ৩৯ বছর বয়সী এই ক্রোয়েশিয়ার তারকা বুঝে গেছেন, মাঠে থাকার দিন আর বেশি নেই। তাই ফুটবলের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখতেই নাম লিখিয়েছেন ক্লাব মালিকানায়।  

ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাব সোয়ানসি সিটির মালিকানা কিনেছেন মদরিচ। যদিও ঠিক কত শতাংশ মালিকানা কিনেছেন, তা এখনও প্রকাশ পায়নি। ক্লাবটির বর্তমান মালিকানায় রয়েছেন আরও কয়েকজন—অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন।  

একসময় ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো সোয়ানসি এখন চ্যাম্পিয়নশিপে ধুঁকছে। চলতি মৌসুমে ৪২ ম্যাচে মাত্র ৫৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ১২তম স্থানে। মার্চে প্রধান কোচ লুক উইলিয়ামসকে বরখাস্ত করার পর এখনও স্থায়ী কোচ নিয়োগ দেয়নি ক্লাবটি। অ্যালেন শিহান আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।  

গত নভেম্বরে ক্লাবের মালিকানায় বড় পরিবর্তন আসে, এরপর থেকে পারফরম্যান্সে কিছুটা ভাটাই দেখা যাচ্ছে। তবে লুকা মদরিচের মতো অভিজ্ঞ একজন ফুটবল ব্যক্তিত্বের আগমন ক্লাবের জন্য আশার সঞ্চার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

এই চ্যাম্পিয়নশিপেই খেলছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। চলতি বছর মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে তার। বর্তমানে প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। তার দল ৪২ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে রয়েছে লিগের তৃতীয় স্থানে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here