লিগ ওয়ানের সেরা খেলোয়াড় এমবাপ্পে

0

দুর্দান্ত সময় পার করছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির লিগ শিরোপা জয়ের পেছনে রেখেছেন বড় অবদান তার। তাই আবারও ফরাসি লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। এনিয়ে টানা চতুর্থবার পুরস্কারটি জিতে নতুন ইতিহাস গড়লেন এই ফরোয়ার্ড।

১৯৯৪ সাল থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে লিগ ওয়ান। কিন্তু কোনো ফুটবলারই এমবাপ্পের মতো টানা চারবার জিততে পারেননি। টানা তিনবার জিতেছেন সাবেক পিএসজি ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। চলতি মৌসুম শেষ হতে এখনো এক ম্যাচ বাকি।

এদিকে লিগ ওয়ানের বর্ষসেরা কোচ হয়েছেন লেন্সের ফ্রাঙ্ক হাইস। দুই দশকের মধ্যে প্রথমবার ক্লাবটিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তুলে আনেন তিনি। সেরা গোলরক্ষকের পুরস্কারও গিয়েছে লেন্সের ঘরে। এবারের আসরে ১৫ টি ম্যাচে কোনো গোল হজম করেননি ক্লাবটির গোলরক্ষক ব্রাইস সাম্বা। এছাড়া সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন পিএসজির লেফট-ব্যাক নুনো মেন্ডেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here