লা লিগায় প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে ধাক্কা খেলেও আলমেরিয়াকে ৩-১ গোলে হারায় লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আলমেরিয়া। কিন্তু সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৯ মিনিটে বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে রিয়াল। বিরতির পর এগিয়ে যায় বেলিংহ্যামের হাত ধরেই। ৬০ মিনিটে টনি ক্রুসের পাস থেকে দারুণ এক গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। গোলের খাতায় দুইবার নাম লেখানোর পর এবার অ্যাসিস্ট করেন তিনি। তার পাস থেকে ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র।