লা লিগার মালিকানায় রামোস

0
লা লিগার মালিকানায় রামোস

বেশ কয়েক মাস ধরে লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব সেভিয়ার মালিকানা পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। তবে সম্প্রীতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে মালিকানা নিয়ে আলোচনা হয়। তবে হঠাৎ করে ক্লাবটির মালিকানা নেওয়ার বিষয়ে নতুন নাম উঠে এসেছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সার্জিও রামোস ক্লাব নতুন করে শোনা যাচ্ছে।

শৈশবে সেভিয়ার একাডেমিতে বেড়ে ওঠা রামোসের সম্পর্ক একসময় সমর্থকদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। দ্বিতীয় দফা সেভিয়ায় খেলে বিদায়ের আগে সেই সম্পর্ক অনেকটাই স্বাভাবিক করে ফেলেন তিনি। ঠিক সেই আবেগ আর ক্লাবের প্রতি টান থেকেই নাকি এবার পুরো মালিকানার দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন রামোস।

দীর্ঘদিন ধরে সেভিয়ার মালিকানা নিয়ে আলোচনায় ছিল একটি আমেরিকান কনসর্টিয়াম। এমনকি ক্লাবের পরিচালনায় ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল কিংবদন্তি স্পোর্টিং ডিরেক্টর মনচিকেও। তবে আর্থিক ও কাঠামোগত মূল্যায়নে নতুন কিছু জটিলতা ধরা পড়ায় প্রস্তাবের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যায়। সেইসঙ্গে ভেঙে পড়ে আলোচনাও।

৩৯ বছরের রামোস বর্তমানে ফ্রি এজেন্ট। ডিসেম্বরের পর তিনি আর কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। ইউরোপে ফিরতে চান—এ কথা আগেই জানিয়েছিলেন। সেভিয়ার জন্য এটি হতে পারে ক্লাব ইতিহাসের অন্যতম বড় মোড় পরিবর্তনের সময়। আর রামোসের জন্য—খেলোয়াড়ি ক্যারিয়ারের পর একদম নতুন পরিচয়ে ফুটবল দুনিয়ায় দাপট দেখানোর সুযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here