ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকের এমনটাই জানিয়েছেন এই নায়িকা নিজেই। অপু বলেন, এবার ঈদে ইনশাআল্লাহ আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি এবারের ঈদে ‘লাল শাড়ি’ সবাইকে মুগ্ধ করবে।
তিনি আরও বলেন, আমার স্বপ্নের ছবি ‘লাল শাড়ি’। অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। এই যে লাল শাড়িতে আমাকে দেখতে পাচ্ছেন। নিশ্চয় বুঝতে পারছেন এর মাধ্যমে আপনাদের আমার ছবির একটি বার্তা দিয়ে দিলাম। এবার সবার ঈদ হোক ‘লাল শাড়ি’র সাথে।
এদিকে, বিনা কর্তনে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘লাল শাড়ি’। ফলে পূর্বের ঘোষণা অনুযায়ী ঈদে ছবিটির মুক্তিতে আর কোনো বাধা রইল না। ‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস।
ছবিটিতে প্রথমবারের মতো অপুর সঙ্গে জুটি বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু ও শাহেদ আলী প্রমুখ। ‘লালশাড়ি’র সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।