লালমাইয়ে বাগমারা বাজারে বিএনপির লিফলেট বিতরণ

0
লালমাইয়ে বাগমারা বাজারে বিএনপির লিফলেট বিতরণ

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে শনিবার বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করা হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সলিসিটর মো. ইকরামুল হক মজুমদার।

লিফলেট বিতরণকালে ইকরামুল হক মজুমদার বলেন, “বিএনপির ৩১ দফা জাতির মুক্তির সনদ। এটি বাস্তবায়নে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, কুমিল্লা-১০ আসনে বর্তমানে তিনটি গ্রুপ সক্রিয় রয়েছে। এক নেতা ইতোমধ্যেই মাঠের বাইরে, আর অন্যদের পারিবারিক দ্বন্দ্ব দলীয় ঐক্য নষ্ট করছে। তাদের দ্বন্দ্বের কারণে দল ও সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি দাবি করেন, দলের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে—গ্রুপিংয়ের সঙ্গে জড়িত কাউকেই মনোনয়ন দেওয়া হবে না। পাশাপাশি তিনি কিছু নেতার ব্যক্তিগত আচরণ ও দলবদলের প্রবণতার সমালোচনা করেন এবং এ ধরনের নেতাদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here