কুমিল্লার লালমাইয়ে পুকুর পাড় থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মাস্টার আবদুল মান্নানের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল মান্নান (৩০) নামের ওই নির্মাণ শ্রমিক পাশ্ববর্তী কালরা গ্রামের হায়াতুন্নবী ভুট্টুর ছেলে। মরদেহের কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার স্থানীয় শিশুরা পুকুরপাড়ে আম কুড়াতে গিয়ে লাশ দেখে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হানিফ সরকার বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।