লালমনিরহাটের মহেন্দ্রনগরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজার রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার(১০ মে) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান ওরফে বাবলু (৬০) ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদের বড় ছেলে।
মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল শনিবার সকাল দশটায় গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।