লালমনিরহাটের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় জেলা তাঁতি দলের সভাপতি মোজ্জামেল হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (২ আগষ্ট) দিবাগত রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক(৬০) লালমনিরহাট পৌরসভা সাপটানা লিচু বাগান এলাকার বাসিন্দা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।