লালমনিরহাটে মাদকবিরোধী আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট

0
লালমনিরহাটে মাদকবিরোধী আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দুহুলী স্কুল মাঠে মরহুম আবুল কাশেম মেম্বার স্মরণে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। রপুর বিভাগের ৮টি জেলা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও শিয়াল খোওয়া স্কুল এন্ড কলেজের সভাপতি রেজাউল করিম মানিক। আজকের খেলায় কুড়িগ্রাম ও পলাশবাড়ি উপজেলার দুটি দল অংশ নিয়েছে।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ফাইভ-এর সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাংবাদিক ফারুক আলম, রাহেবুল ইসলাম টিটুল, শেখ রনত সীমান্ত, মোসলেম উদ্দিন রনিসহ আরও কিছু সাংবাদিক। আলোচনা সভার সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল করিম।

আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক নেছার উদ্দিন রুবেল বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি রেজাউল করিম মানিক বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমেই যুবসমাজ মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পাবে এবং লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করবে।

টুর্নামেন্টে অংশ নেওয়া জেলা হলো নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, বগুড়া ও স্বাগতিক লালমনিরহাট জেলা। অনুষ্ঠানটি প্রায় এক বছর আগে এ মাঠে প্রয়াত ক্রীড়া সংগঠক আবুল কাশেম মেম্বারের স্মরণে আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here