লালমনিরহাটে বন্যার্তদের পাশে ৬১ বিজিবি

0
লালমনিরহাটে বন্যার্তদের পাশে ৬১ বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করে ৬১ বিজিবি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিঁড়া, তেল, আলু, পেঁয়াজ ও লবণসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবারও ব্যবস্থা করা হয়।

ত্রাণ বিতরণ শেষে বন্যার্ত পরিবারের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি। তিনি বলেন, ‘দুই দিন আগে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছিল, এমনকি ফ্ল্যাট বাইপাসের ওপর দিয়েও পানি প্রবাহিত হয়। আমরা জানতে পেরেছি কিছু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের মাঝে কিছু খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা দিচ্ছি যাতে তারা কিছুটা স্বস্তি পায়।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here