রমজান উপলক্ষে লালমনিরহাটে অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলার আদিতমারী বুড়িরবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা, মজুদ লাইসেন্স তদারকি, অবৈধ মজুদ রাখা, সঠিক মাপ প্রদান নিয়ে ৪টি দোকানে ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সাধারণ মানুষকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে জনসচেতনতা বাড়াতে আহবান জানানো হয়।
এসময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।