লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

0

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে কুয়াশা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলার হাটখোলা চিলা খাল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কুয়াশা বেগম (২৫) হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। আহত হয়েছেন নিহতের স্বামী জাহেদুল ইসলাম  (৪২) ও শালিকা বুলবুলী (২৫)।

হাতীবান্ধা উপজেলা মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগে আহত অটোরিকশা যাত্রীর মারা গেছেন। আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রদান করা হচ্ছে। 

এ বিষয় হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here