‘লায়ন কিং’ অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

0
‘লায়ন কিং’ অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

তরুণ অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (২১ ডিসেম্বর) ফোন পেয়ে তার নিউ জার্সির বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

ইমানি ব্রডওয়ের সাড়াজাগানো নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী ছিলেন।

পুলিশ সূত্রের খবর, প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলের ছুরির আঘাতেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরেই জর্ডন ডি জ্যাকসন-স্মলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইমানি ও জর্ডন একে অন্যকে চিনতেন। 

ডিজনির আলোচিত অ্যানিমেশন সিনেমার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ব্রডওয়ের নাটক ‘দ্য লায়ন কিং’। ব্রডওয়ের মঞ্চস্থ সাড়া জাগানো নাটকগুলোর মধ্যে অন্যতম ছিল এটি। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত এই নাটকে অভিনয় করেন ইমানি।

আইএমডিবির তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ২৫টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন শোতে হেয়ারস্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। 

অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।

জানা গেছে, ইমানির তিন বছরের এক সন্তান রয়েছে। অভিনেত্রীর পরিবারকে সহায়তায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ও অন্যান্য খরচের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ইতোমধ্যেই ৪৬ হাজার ডলারের বেশি জমা পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here