লামায় পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় ২৫ জন আহত

0

বান্দরবানের লামার মিরিঞ্জা পাহাড়ি এলাকায় পর্যটকবাহী এক মিনিবাস দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে মিরিঞ্জার মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লামা থানার এসআই রিয়াদ হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদে পারিবারিক ভ্রমণে ঈগল পরিবহনে করে লোহাগড়ার আধুনগর এলাকা থেকে লামায় যাচ্ছিলো ৩২ জনের এই দল। পথিমধ্যে মাদানীনগর এলাকায় পৌছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় নারী ও শিশুসহ ২৫ জন আহত হন। 

তিনি আরও জানান, স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে লামা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ২৫ জনের মধ্যে ২৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মালিয়াত জাহান দুলিকা (১২), ফজল আহমেদ (৫৫), ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), মো. হেলাল (৩১), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), মাশফিকা (২৫), শহীদ (২৫), তাহজীব (১২), দুলিফা (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), শাহাদাত (৩২), মাশকুরা সিদ্দিকা (২০), নেজাম (৪৫), তানভীর (১৫), দিলরুবা সিদ্দিকা (৫০) তারিন (১৪), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২), জাহিদা বেগম (২৬), বাসের হেলপার আমজাদ (৩০) এবং ড্রাইভার লিটন দাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here