লাবুশেনের রেকর্ডের দিনে ইংল্যান্ডের দুই আঘাত

0
লাবুশেনের রেকর্ডের দিনে ইংল্যান্ডের দুই আঘাত

ব্রিসবেনে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিনের খেলা এগোচ্ছে ব্যাট-বলের লড়াইয়ে দারুণ উত্তেজনা নিয়ে। প্রথম সেশনে মাত্র ২১ ওভারে ৬.১৯ রানগড়ে ১৩০ রান তুলে আধিপত্য দেখিয়েছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় সেশনে রানের গতি কমিয়ে আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এসেছে ইংল্যান্ড।

ওপেনার জ্যাক ওয়েদারাল্ড ও মারনাস লাবুশেন দুজনেই ব্যাট হাতে জমে উঠেছিলেন। কিন্তু দুজনকেই ফেরান ইংলিশ বোলাররা।

৭৮ বলে ছক্কা-চারে সাজানো ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে ওয়েদারাল্ড জফরা আর্চারের ইয়র্কারে এলবিডব্লু হয়ে ফেরেন। এরপর তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও লাবুশেন যোগ করেন ৫০ রান। ফর্মে থাকা লাবুশেন ৬৬ বলে ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে নেন এবং দিবারাত্রির টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

তবে প্রতিশ্রুতিশীল ইনিংসটি শেষ হয় এক অপ্রত্যাশিত শটে। বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরে বলটিকে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দেন তিনি। ৭৮ বলে ৬৫ রান করে থামেন এই ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের বোলারদের ধারাবাহিক স্লিপ–ফিল্ডিংয়ের বিপরীতে এ ধরনের শট খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

দিনের দ্বিতীয় সেশনে ২৩ ওভারে ৯৮ রান তুলেছে অস্ট্রেলিয়া, হারিয়েছে ২ উইকেট। সেশন শেষে ৪৪ ওভারে ৩ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২৮। এখনো ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ১০৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে অবিচ্ছিন্নভাবে ৩২ রান যোগ করেছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। স্মিথ ২৪ এবং গ্রিন ২২ রানে অপরাজিত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here