লাথাম-কনওয়ের ব্যাটে ভাঙল ৯৫ বছরের পুরোনো রেকর্ড

0
লাথাম-কনওয়ের ব্যাটে ভাঙল ৯৫ বছরের পুরোনো রেকর্ড

মাউন্ট মঙ্গানুইয়ে টম লাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে ওপেনিং জুটিতে তারা ভেঙে দিয়েছেন ৯৫ বছরের পুরোনো এক রেকর্ড। একই সঙ্গে গড়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটি।

প্রথম উইকেটে লাথাম ও কনওয়ের জুটি দাঁড়ায় ৩২৩ রানের। অধিনায়ক লাথাম খেলেন ১৩৭ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরি। অপর প্রান্তে ডেভন কনওয়ে দিন শেষ করেন অপরাজিত ১৭৮ রানে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

এই জুটির মাধ্যমে ভেঙে যায় ১৯৩০ সালে গড়া স্টিভি ড্যাম্পস্টার ও জন মিলসের রেকর্ড। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে সেবার ওপেনিংয়ে তারা করেছিলেন ২৭৬ রান, যা এতদিন নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল।

লাথাম-কনওয়ের দাপটে প্রথম দিন পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ছিলেন সম্পূর্ণ চাপে। শেষ দিকে অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে লাথাম আউট হলে ৩২৩ রানে ভাঙে এই ঐতিহাসিক জুটি।

নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এর আগে ওপেনিংয়ে ৩০০ ছাড়ানো জুটি দেখা গিয়েছিল ১৯৭২ সালের এপ্রিলে। তখন গ্লেন টার্নার ও টেরি জার্ভিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়েছিলেন ৩৮৭ রানের উদ্বোধনী জুটি। সেই রেকর্ড ছোঁয়া না গেলেও, লাথাম ও কনওয়ের জুটি টেস্ট ইতিহাসে যৌথভাবে দ্বাদশ সর্বোচ্চ ওপেনিং জুটির স্বীকৃতি পেয়েছে।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপেনিং জুটির রেকর্ডটি ভেঙে দিয়েছেন এই দুজন। এর আগে ২০১৯ সালে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল করেছিলেন ৩১৭ রানের জুটি। সেটিকে ছাড়িয়ে গিয়ে স্টাম্পসের ঠিক আগে নতুন ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ফলে ম্যাচের প্রথম দিনটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here