লাখ টাকা খরচ করেও হৃতিকের দেখা পেলেন না ভক্ত

0

আমেরিকার টেক্সাস শহরে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। কথা ছিল সেখানে দর্শকদের সঙ্গে কথা বলবেন, কাটাবেন খানিকটা সময়। 

অভিনেতাকে কাছ থেকে দেখার জন্য রীতিমতো মোটা অঙ্কের টাকার টিকিট কাটেন দর্শকরা। টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৮২ লাখ টাকা। পাশাপাশি ২ ঘণ্টার অপেক্ষা। তবু শেষ পর্যন্ত হতাশই হয়েছেন অনুরাগীরা।

ওই অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক সমাজমাধ্যমে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন। যদিও তিনি দোষ দিয়েছেন উদ্যোক্তাদেরই।

তবে অভিনেতা অনুরোধ সত্ত্বেও একটি ছবি তুলতে রাজি হননি বলে হতাশ তিনি। এমনকি সেদিন অভিনেতার মেজাজটাও খুব ভালো ছিল না, সেটাই জানিয়েছেন ওই দর্শক।

অনুষ্ঠানে উপস্থিত হৃত্বিক রোশনের এক অনুরাগী লেখেন, ‘হৃত্বিক রোশনের সঙ্গে দেখা করার জন্য মাথাপিছু ১৫০০ ডলার টিকিটের জন্য খরচ করেছি। একটি ছবিও তুলতে পারিনি। তারকার সঙ্গে সাক্ষাতের জন্য লাইনে দাঁড়িয়েও ছবি তুলতে পরিনি। এত টাকা খরচ করার পরেও আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমরা ২ ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করেছি কি কেবল প্রত্যাখ্যানের জন্য?’ 

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সেদিন আবহাওয়া এতটা ঠান্ডা ছিল যে বলার অপেক্ষা রাখে না। মাত্র ৩০ মিনিটের জন্য ওই অনুষ্ঠানে এসেছিলেন হৃত্বিক। ভিআইপি টিকিট নষ্ট হলো আমার! এখন তারা আমাদের টাকাও ফেরত দেবে না! হৃত্বিক রোশনকে ভালোবাসি, কিন্তু অনুষ্ঠানটি এতটা বিশৃঙ্খল ছিল যে তিনি নিজেও যথেষ্ট বিরক্ত হয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here