হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার মোড়াকরি গ্রামের আলকাছ মিয়ার ১০-১২টি হাঁস চুরি হয়। এ নিয়ে প্রতিবেশী আফজাল আলির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য গতকাল শনিবার স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে একপর্যায়ে তা কথাকাটাকাটি ও হাতাহাতিতে রূপ নেয়।
তারই জেরে রবিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

