কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বাংলা নববর্ষের গান পরিবেশন করেন ছাত্র- ছাত্রীবৃন্দ।
পরবর্তীতে মঙ্গল শোভযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুস ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারহানুর রহমান, লাকসাম থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড. মেঃ রফিকুল ইসলাম হিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।