লাকসামে আইসক্রিম কারখানায় মিললো তরুণের মরদেহ

0
লাকসামে আইসক্রিম কারখানায় মিললো তরুণের মরদেহ

কুমিল্লার লাকসামে সাব্বির (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত সাব্বির লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তরপাড়ার সৈয়দ আহমেদের ছেলে। 

স্থানীয়রা জানায়, বিকেলে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভেতরে উৎকট গন্ধ অনুভব করেন স্থানীয়রা। এরপর অনেকে কারাখানার ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা সাব্বিরের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।  

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎ তাড়িত হয়ে তার মৃত্যুর হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here