লাউয়াছড়ায় গহীন বনে পথ হারালেন দুই বন্ধু, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

0

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে পথ হারিয়েছিলেন দুই বন্ধু। ৯৯৯-এ ফোন পেয়ে রাত ৯টার দিকে তাদের উদ্ধার করেছে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

উদ্ধারকৃত দুই বন্ধু হলো ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান (২৬)।

শাহবাজ বিন আজমাত বলেন, ‘বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন অনেক ভয় পেয়ে যাই, কখন আবার বন্যপ্রাণী আক্রমণ করে বসে। পরে অন্ধকার হয়ে গেলে আমাদের উদ্ধার করা হয়।’ 

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের কাছে বিকেলে ৯৯৯-এ ফোন আসে লাউয়াছড়া বনের ভেতর দুই পর্যটক পথ হারিয়ে ফেলেছেন। পরে আমরা তাদের রাত প্রায় ৯টার দিকে উদ্ধার করি।’

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, পথ হারিয়ে ফেলা দুজন ট্যুরিস্টকে রাতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here