লাইভ স্ট্রিমিং অ্যাপস থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় : হিমুর খালা

0

জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, হিমুর মৃত্যুর খবর শুনে গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ছুটে আসেন অভিনেত্রীর খালা। কাঁদতে কাঁদতে গণমাধ্যমে কথা বলছিলেন তিনি। এ সময় অভিনেত্রীর খালা জানান, মূলত বিগো অ্যাপস (লাইভ স্ট্রিমিং অ্যাপস) থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর।

হিমুর খালা আরও বলেন, আজকে এখানে এসেই জানলাম যে, রাফির নাম্বার ও ব্লক করেছে। এতকিছু তো আসলে জানি না। আনুমানিক দুপুর ২/৩ টার দিকে ছেলেটা হিমুর বাসায় গিয়েছিল এবং বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিল। কিন্তু স্পটে মেকআপ আর্টিস্ট মিহিরও ছিল। তাই সেই ভালো বলতে পারবে আসলে কি হয়েছিল।

তিনি বলেন, সম্ভবত রাফির আইডির নাম উরফি জিয়া। মিহির এবং রাফি ওকে হাসপাতালে নিয়ে আসার পর হিমুর ফোন নিয়ে ওই ছেলে পালিয়ে যায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here