লর্ডস টেস্টে ইংল্যান্ডের দলের বাইরে মঈন, একাদশে টং

0

অবসর ভেঙে ফেরার পর এক ম্যাচ খেলেই আঙুলের চোটে ছিটকে গেলেন মইন আলি। তার জায়গায় অ্যাশেজে দ্বিতীয় ম্যাচের ইংল্যান্ডের একাদশে সুযোগ পেলেন জশ টং।  

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (২৮ জুন) শুরু হবে ম্যাচটি। আগের দিন নিজেদের একাদশ জানিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের একাদশ থেকে একটিই পরিবর্তন এনেছে তারা।  

তার অনুপস্থিতিতে লর্ডসে চার পেসার নিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। টং ছাড়াও পেস বিভাগে থাকছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ড ব্রড, অলি রবিনসন।  

চলতি মাসে একের পর এক সুখবর পাচ্ছেন টং। মাসের শুরুতে লর্ডসেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ২৫ বছর বয়সী পেসারের। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ইনিংসে তিনি ধরেন ৫টি শিকার। 

ওই পারফরম্যান্সের সৌজন্যে টং জায়গা করে নেন অ্যাশেজের স্কোয়াডে। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামারও সুযোগ পেয়ে যাচ্ছেন উস্টারশায়ারের এই ফাস্ট মিডিয়াম পেসার। একাদশে আর কোনো স্পিনার না থাকায় দলের প্রয়োজনে হয়তো অন্য সময়ের চেয়ে বেশিই হাত ঘোরাতে হবে জো রুটকে।  

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, জশ টং, জেমস অ্যান্ডারসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here