লর্ডসে স্টোকসের লড়াই দেখে উচ্ছ্বসিত কোহলিও

0

কিছু দিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারতে হয়েছে ভারতকে। সেই দলে ছিলেন বিরাট কোহলি। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেন স্টোকসের লড়াই দেখে আরও এক বার উচ্ছ্বসিত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্টোকস রবিবার ১৫৫ রানের ইনিংস খেললেন লর্ডসে। এক সময় মনে হচ্ছিল তিনি হয়তো অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

কিন্তু স্টোকসের লড়াই অস্বীকার করতে পারবে না কেউ। বিরাট লেখেন, “আমি আগেই বলেছিলাম যে, স্টোকস প্রচণ্ড লড়াই করেন। যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে স্টোকসকে। এটা আমি একেবারেই মজা করে বলিনি। অসাধারণ একটা ইনিংস। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ছন্দে রয়েছে। ওদের হারানো কঠিন।”

লর্ডসে প্রথম ইনিংসে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ৩২৫ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৭৯ রান। ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্য রেখেছিল তারা। কিন্তু ৪৩ রান বাকি থাকতেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here